Solution
Correct Answer: Option A
- মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি, যা মেরুদণ্ডী প্রাণীর দেহের নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে।
- বৃক্কের গাঠনিক ও কার্যকরী একককে নেফ্রন (Nephron) বলা হয়।
- প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ।
- স্নায়ুতন্ত্রের একককে নিউরন বলা হয়, যা উদ্দীপনা পরিবহন করে।
- নেফ্রন প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা: রেনাল করপাসল বা মালপিজিয়ান বডি এবং রেনাল টিউবিউল।
- নেফ্রন রক্ত থেকে ক্ষতিকর বর্জ্য ও অতিরিক্ত তরল ছেঁকে মূত্র তৈরি করতে সাহায্য করে।