রাশিয়া ও জাপানের বিরোধপূর্ণ অঞ্চল কোনটি? 

A শাখালিন দ্বীপপুঞ্জ

B প্যারাসেল দ্বীপপুঞ্জ

C জিব্রাল্টার প্রণালী

D স্প্রাটলি দ্বীপপুঞ্জ

Solution

Correct Answer: Option A

গুরুত্তপুর্ণ তথ্যঃ
-  স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন, ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মধ্যে বিরোধ।
-  জিব্রাল্টার প্রণালী নিয়ে ব্রিটেন ও স্পেনের মধ্যে বিরোধ।
-  পেরিজিল নিয়ে ব্রিটেন ও স্পেনের মধ্যে বিরোধ রয়েছে
- প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে ভিয়েতনামের দ্বন্দ্ব বিদ্যমান।
- শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়ার সাথে জাপানের আরেকটি বিরোধ। 
- কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ বিদ্যমান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions