Solution
Correct Answer: Option A
- যকৃত (Liver) হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি।
- এটি দেখতে অনেকটা ত্রিকোণাকার এবং এর রঙ গাঢ় লালচে বা খয়েরি হয়।
- এটি পেটের ওপরের দিকে ডানপাশে, উদরগহ্বরে মধ্যচ্ছদার ঠিক নিচে অবস্থিত।
- যকৃত পিত্তরস বা Bile Juice তৈরি করে যা খাদ্য পরিপাকে বিশেষ করে চর্বি জাতীয় খাবার হজমে সাহায্য করে।
- এই পিত্তরস যকৃতের নিচের দিকে থাকা ছোট একটি থলিতে জমা থাকে, যাকে পিত্তথলি (Gall bladder) বলা হয়।
- যকৃতকে ‘মানবদেহের রসায়নাগার’ বা 'Chemical Laboratory of the Body' বলা হয় কারণ এখানে বিভিন্ন প্রকার জৈব-রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়।
- অন্যদিকে, মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি।