Solution
Correct Answer: Option B
- সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের দেহের দুপাশে মায়োটম পেশী দেখা যায়।
- এই পেশীগুলো দেখতে অনেকটা ইংরেজী 'V' বা '>' আকৃতির হয়ে থাকে।
- এই পেশীগুলোর সংকোচনের ফলে প্রাণীর দেহ ডানে ও বামে আন্দোলিত হয় এবং সাঁতার কাটতে সাহায্য করে।
- উদাহরণস্বরূপ, ব্রাঙ্কিওস্টোমা (Branchiostoma) বা অ্যাম্ফিঅক্সাস (Amphioxus) নামক প্রাণীর দেহে এই ধরনের পেশী সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
- কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য অনুযায়ী এদের দেহে নটোকর্ড এবং স্নায়ুরজ্জু আজীবন বিদ্যমান থাকে।