Solution
Correct Answer: Option B
আধুনিক বাংলা কবিতায় ইসলামী ভাবধারার বাহক ও নবজাগরণের স্বপ্নদ্রষ্টা হিসেবে কবি ফররুখ আহমেদ পরিচিত। ইসলামী আদর্শ ও ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগের কারণে তাঁকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বলা হয়। তিনি মূলত রোমান্টিক কবি হলেও তাঁর রচনায় মুসলিম সংস্কৃতির পুনরুজ্জীবনের আকাঙ্ক্ষা বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর কবিতায় আরব্য উপন্যাস ও পারস্যের রোমান্টিকতার ছাপ স্পষ্ট।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটি ফররুখ আহমেদের শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃত।
- সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং মরণোত্তর একুশে পদক (১৯৭৭) ও স্বাধীনতা পুরস্কার (১৯৮০) লাভ করেন।
• ফররুখ আহমেদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি (১৯৪৪),
- সিরাজাম মুীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- হাতেম তায়ী,
- হাবিদা মরুর কাহিনী ইত্যাদি।