Solution
Correct Answer: Option C
- ইংরেজি গ্রামার অনুযায়ী Ovum একটি একবচন শব্দ বা Singular Number।
- শব্দটির বাংলা অর্থ হলো ডিম্বাণু।
- যেসব ইংরেজি শব্দের শেষে 'um' থাকে, তাদের Plural বা বহুবচন করার সময় 'um'-এর পরিবর্তে 'a' বসে।
- সেই নিয়ম অনুযায়ী, Ovum এর Plural form হলো Ova।
- একই নিয়মের আরও কিছু উদাহরণ হলো- Datum থেকে Data, Agendum থেকে Agenda ইত্যাদি।