UNEP এর প্রথম পরিচালক কে?
A ক্যামিল গুট
B ক্রিস্টিন লাগার্দ
C মরিস স্ট্রং
D ক্রিস্টালিনা জর্জিয়েভা
Solution
Correct Answer: Option C
UNEP (United Nations Environment Programme) এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়
- এটির প্রথম পরিচালক মরিস স্ট্রং এটি প্রতিষ্ঠা করেন।