Solution
Correct Answer: Option D
- প্রদত্ত শব্দটির শুদ্ধ বানান হলো Parliament।
- এর বাংলা অর্থ হলো সংসদ বা আইনসভা।
- Parliament শব্দটি মূলত ফ্রেঞ্চ শব্দ 'parler' থেকে এসেছে, যার অর্থ কথা বলা।
- বানানটি মনে রাখার সহজ উপায় হলো একে 'Par-lia-ment' হিসেবে ভেঙে পড়া।