Solution
Correct Answer: Option B
- সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- এর পূর্ণ রূপ হলো 'Centre on Integrated Rural Development for Asia and the Pacific'.
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এটি গঠিত হয়েছে।
- এই সংস্থাটি ১৯৭৯ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় এবং এর সদস্য রাষ্ট্র সংখ্যা ১৫টি।
- বিখ্যাত চামেলী হাউস হলো সিরডাপের সদর দপ্তর।