কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
Solution
Correct Answer: Option A
- ১৫৩৮ খ্রিষ্টাব্দে গৌড় অধিকার করার পর মোঘল সম্রাট হুমায়ুন বাংলার রূপ দেখে মুগ্ধ হন।
- বাংলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এর নামকরণ করেছিলেন 'জান্নাতাবাদ'।
- 'জান্নাতাবাদ' শব্দটির অর্থ হলো 'স্বর্গের বাগান' বা 'বেহেশতি নগর'।
- তৎকালীন বাংলার রাজধানী গৌড়ে তিনি বেশ কিছুদিন আমোদ-প্রমোদ ও বিলাসিতায় মগ্ন ছিলেন।
- শের শাহের নিকট পরাজিত হয়ে তিনি দিল্লি পুনরুদ্ধারের আগে এই অঞ্চলে অবস্থান করেছিলেন।