Solution
Correct Answer: Option A
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) ছিলেন মুসলিম জাগরণের কবি ও ‘অনল-প্রবাহ’ খ্যাত বিশিষ্ট বাগ্মী। তাঁর সাহিত্যকর্মের মূল সুর ছিল স্বদেশপ্রেম এবং জাতীয় জাগরণ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘রায়নন্দিনী’ ১৯১৫ সালে প্রকাশিত তাঁর একটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস। এটিই তাঁর প্রথম উপন্যাস। এই উপন্যাসে তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রেমকাহিনি বর্ণনা করেছেন।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উল্লেখযোগ্য রচনাবলি:
* উপন্যাস:
- রায়নন্দিনী (১৯১৫),
- তারাবাই (১৯১৬),
- ফিরোজা বেগম (১৯১৮),
- নূরুদ্দীন (১৯১৯),
- জাহানারা (১৯৩১),
- বঙ্গ ও বিহার বিজয়।
গুরুত্বপূর্ণ তথ্য:
* সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে ‘সিরাজগঞ্জের রত্ন’ বলা হয়।
* ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে তাঁর রচিত কাব্যগ্রন্থ ‘অনল-প্রবাহ’ নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা হয়েছিল এবং এজন্য তাঁকে কারাবরণ করতে হয়। তিনি প্রথম মুসলিম কবি যিনি ব্রিটিশ বিরোধী লেখার জন্য কারাবরণ করেন।