নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক, পরে দৈনিক ছিল ?

A সংবাদ প্রভাকর

B বর্তমান

C দিগদর্শন

D কল্লোল

Solution

Correct Answer: Option A

- ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮৩১ খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারি 'সংবাদ প্রভাকর' পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশ করেন।
- বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি প্রদত্ত তথ্যমতে, ১৮৩৬ খ্রিষ্টাব্দের ১০ আগস্ট এটি সপ্তাহে তিনবার প্রকাশিত হতে থাকে এবং অবশেষে ১৮৩৯ খ্রিষ্টাব্দের ১৪ জুন এটি প্রথম বাংলা দৈনিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে।
- এই পত্রিকাটির মাধ্যমেই ঈশ্বরচন্দ্র গুপ্ত বহু নবীন লেখক তৈরি করেছিলেন, যাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অন্যতম।
- 'সংবাদ প্রভাকর' আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

অন্যান্য অপশনগুলোর সংক্ষিপ্ত পরিচিতি:
- দিগদর্শন: ১৮১৮ খ্রিষ্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকা। জন ক্লার্ক মার্শম্যান ছিলেন এর সম্পাদক।
- কল্লোল: ১৯২৩ খ্রিষ্টাব্দে দীনেশরঞ্জন দাসের সম্পাদনায় প্রকাশিত বিখ্যাত সাহিত্য পত্রিকা, যা আধুনিক বাংলা সাহিত্যে 'কল্লোল যুগের' সূচনা করে।
- বর্তমান: বর্তমান এটি একটি আধুনিক দৈনিক পত্রিকা, যা ১৯৮৪ সালে প্রথম প্রকাশিত হয়। এটি ঐতিহাসিক 'সংবাদ প্রভাকর'-এর সমসাময়িক নয়।

গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো 'সংবাদ প্রভাকর'
- ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাংলা সাহিত্যের 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions