Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষায় যে অব্যয়সূচক শব্দাংশ ধাতুর কিংবা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন, পরিবর্ধন বা সংকোচন সাধন করে, তাকে উপসর্গ বলে।
- বাংলা ব্যাকরণে উপসর্গ তিন প্রকার। যথা:
১. খাঁটি বাংলা উপসর্গ
২. তৎসম বা সংস্কৃত উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
- বাংলা ভাষায় 'খাঁটি বাংলা উপসর্গ' মোট ২১টি।
- উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এগুলো অন্য শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করতে পারে, অর্থাৎ এদের অর্থদ্যোতকতা আছে।
• উদাহরণ:
খাঁটি বাংলা উপসর্গগুলো মনে রাখার জন্য একটি ছড়ার সাহায্য নেওয়া যেতে পারে:
"সুহাস আ-দরে নি-খুঁত পাতি-লেবু আর কদ-বেল আন-তে ইতি-কে অঘা-রামের কাছে পাঠাল। স-জাগ আব-ছায়ায় উন-পাজুরে কু-লাঙ্গার বি-ভুঁইয়ে ভর-দুপুরে রাম-ছাগল দেখল। অজ-পাড়াগাঁয়ে অনা-বৃষ্টির কারণে হা-পিত্যেশ শুরু হয়েছে।"
উল্লেখিত ২১টি উপসর্গ হলো:
১. অ (অকেজো)
২. অঘা (অঘারাম)
৩. অজ (অজপাড়াগাঁ)
৪. অনা (অনাদর)
৫. আ (আকাঁড়া)
৬. আড় (আড়চোখ)
৭. আন (আনকোরা)
৮. আব (আবছায়া)
৯. ইতি (ইতিহাস)
১০. উনা/ঊন (ঊনপাজুরে)
১১. কদ (কদবেল)
১২. কু (কুকাজ)
১৩. নি (নিখুঁত)
১৪. পাতি (পাতিলেবু)
১৫. বি (বিপথ)
১৬. ভর (ভরদুপুর)
১৭. রাম (রামছাগল)
১৮. স (সঠিক)
১৯. সা (সাজোয়ান)
২০. সু (সুনজর)
২১. হা (হাভাতে)