Solution
Correct Answer: Option C
- যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, অবস্থা, মোড়, ভাব, প্রকৃতি বা চেতনার নাম বোঝায়, তাকে ভাববাচক বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য বলে। ইংরেজিতে একেই বিমূর্ত বিশেষ্য (Abstract Noun) বলা হয়।
- বিমূর্ত বিশেষ্য বা ভাববাচক বিশেষ্যকে দেখা যায় না বা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়।
- সাধারণত বিশেষণ পদের শেষে য, তা, ত্ব, ই, আ ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে বিমূর্ত বিশেষ্য গঠিত হয়। যেমন: সুন্দর > সৌন্দর্য, বীর > বীরত্ব, মহান > মহত্ত্ব।
• উদাহরণ:
- সৌন্দর্য (সুন্দর হওয়ার ভাব), সততা (সৎ হওয়ার গুণ), যৌবন (যুবাকালীন অবস্থা), ভোজন (খাওয়ার কাজ), শয়ন (শোয়ার কাজ)।