I don't mind …... with the cooking but I am not going to wash the dishes.
Solution
Correct Answer: Option C
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী mind শব্দটিকে যখন verb হিসেবে ব্যবহার করা হয়, তখন এর পরে অন্য কোনো verb বসলে সেই verb-টির সাথে ing (gerund) যুক্ত করতে হয়।
- এখানে don't mind কথাটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ কোনো কিছুতে আপত্তি না থাকা।
- তাই নিয়ম অনুসারে mind-এর পর help ভার্বটি helping রূপে বসবে।
- অন্য অপশনগুলো (to help, help, for helping) ব্যাকরণগতভাবে সঠিক নয় কারণ mind এর পরে সরাসরি Infinitive (to + verb) বা Bare Infinitive বসে না।
- বাক্যটির সঠিক অর্থ দাঁড়ায়: "রান্নার কাজে সাহায্য করতে আমার আপত্তি নেই, কিন্তু আমি থালাবাসন ধুতে পারব না।"