Solution
Correct Answer: Option A
- ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি William Wordsworth হলেন 'The Lucy Poems'-এর রচয়িতা।
- 'Lucy' আসলে কোনো একক কবিতা নয়, বরং এটি পাঁচটি লিরিক বা গীতি কবিতার একটি সিরিজ।
- এই পাঁচটি কবিতা হলো- 'Strange Fits of Passion Have I Known', 'She Dwelt Among the Untrodden Ways', 'I Travelled Among Unknown Men', 'Three Years She Grew in Sun and Shower' এবং 'A Slumber Did My Spirit Seal'।
- ১৭৯৮ থেকে ১৮০১ সালের ভেতর কবি যখন জার্মানিতে অবস্থান করছিলেন, তখন এই বিখ্যাত কবিতাগুলো লিখেছিলেন।
- কবিতাগুচ্ছের কেন্দ্রবিন্দুতে রয়েছেন 'লুসি' (Lucy) নামের একজন কাল্পনিক অল্পবয়সী বিশেষ নারী চরিত্র, যার প্রতি কবির গভীর অনুরাগ ও তার অকাল মৃত্যুতে কবির শোক প্রকাশ পেয়েছে।