He went to ______ hospital because he had _______ heart attack.
Solution
Correct Answer: Option B
- সাধারণ নিয়ম অনুযায়ী স্কুল, কলেজ, চার্চ, হাসপাতাল বা জেলে যদি কেউ সেই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য সাধনের জন্য যায় তবে তার পূর্বে কোনো Article বসে না।
- এখানে রোগী চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন, তাই হাসপাতালের পূর্বে কোনো Article বসবে না।
- অপরদিকে, ইংরেজি গ্রামারে Heart attack শব্দটির পূর্বে সবসময় Indefinite Article 'a' ব্যবহৃত হয়।
- অর্থাৎ, সম্পূর্ণ বাক্যটি হবে: ''He went to hospital because he had a heart attack.''
- তাই সঠিক উত্তরটি হলো: no article, a।