Which was the host country of Copa America 2024?

A Brazil

B Argentina

C Italy

D United States

Solution

Correct Answer: Option D

- ১৯১৬ সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ এর যাত্রা শুরু হয় ।
- এরপর ১৯৭৫ সালে টুর্নামেন্টির নামকরণ করা হয় কোপা আমেরিকা।
- ২০২১ সালে কোপা আমেরিকার ৪৭তম আসরের  ব্রাজিল ।
- এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ।
- ২০২৪ কোপা আমেরিকা ৪৮তম আসরের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। 
- এই আসরটি ২০২৪ সালের ২০শে জুন হতে ১৪ই জুলাই পর্যন্ত কনকাকাফের সহ-আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি মাঠে অনুষ্ঠিত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৬ সালে কোপা আমেরিকার আসর আয়োজন করার দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতাটি আয়োজন করবে।
- এই আসরের বিজয়ী দল পরবর্তীকালে ২০২৫ কনমেবল–উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্সে উয়েফা ইউরো ২০২৪-এর বিজয়ী দলের মুখোমুখি হবে।
-  এই আসরে অংশগ্রহণের মাধ্যমে কানাডা কোপা আমেরিকায় অভিষেক করবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions