সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখান করেছেন-

A পার্ল এস বাক

B জ্য পল সাত্রে

C সল বেলো

D কাহলিল জিবরান

Solution

Correct Answer: Option B

বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও অস্তিত্ববাদী দার্শনিক জ্যঁ-পল সার্ত্রে (Jean-Paul Sartre) ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। কিন্তু তিনি ব্যক্তিগত নীতি ও নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি মনে করতেন, লেখকের কোনো প্রাতিষ্ঠানিক রূপান্তরের মধ্যে যাওয়া উচিত নয়।

- সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী লেখক হলেন দুইজন: বরিস পাস্তারনাক (১৯৫৮) এবং জ্যঁ-পল সার্ত্রে (১৯৬৪)। তবে পাস্তারনাক রাজনৈতিক চাপে পুরস্কার প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিলেন, আর সার্ত্রে স্বেচ্ছায় তা প্রত্যাখ্যান করেন।
- জ্যঁ-পল সার্ত্রে রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘ল্য ম্য’ (The Wall), ‘লা নসি’ (Nausea), ‘বিয়িং অ্যান্ড নাথিংনেস’ (Being and Nothingness) ইত্যাদি।
- পার্ল এস বাক (Pearl S. Buck) নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯৩৮ সালে এবং সল বেলো (Saul Bellow) পেয়েছিলেন ১৯৭৬ সালে।
- কাহলিল জিবরান (Kahlil Gibran) তাঁর বিখ্যাত গ্রন্থ 'দ্য প্রফেট' (The Prophet)-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও তিনি নোবেল পুরস্কার পাননি।

• জ্যঁ-পল সার্ত্রে রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- নসিয়া (উপন্যাস)
- দ্য ওয়াল (গল্পগ্রন্থ)
- দি এজ অব রিজন (উপন্যাস)
- বিয়িং অ্যান্ড নাথিংনেস (দার্শনিক গ্রন্থ)
- নো এক্সিট (নাটক)
- দ্য ফ্লাইজ (নাটক)
- দ্য রিপভড (উপন্যাস)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions