একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক। সংখ্যা দুটির যোগফল ৭৫ হলে, বড় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = ক/২
প্রশ্নমতে,
ক + (ক/২) = ৭৫
বা, (২ক + ক)/২ = ৭৫
বা, ৩ক/২ = ৭৫
বা, ৩ক = ৭৫ × ২
বা, ৩ক = ১৫০
∴ ক = ৫০
∴ বড় সংখ্যাটি = ৫০