কত সালে Dacca বানানকে Dhaka বানানে রূপান্তর করা হয়?
A ১৯৭৬
B ১৯৮২
C ১৯৮৫
D ১৯৮৮
Solution
Correct Answer: Option B
- ১৯৮২ সালের ৫ অক্টোবর সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার ইংরেজি বানান 'Dacca' (ডাক্কা) পরিবর্তন করে 'Dhaka’ (ঢাকা) করা হয়।
- মূলত ঔপনিবেশিক আমলের ভুল উচ্চারণের বানান সংশোধন করে বাংলা উচ্চারণের সাথে সামঞ্জস্যপূর্ণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
- একই সময়ে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এরশাদ সরকার মহকুমাগুলোকে জেলায় উন্নীত করার প্রক্রিয়াও শুরু করে।
- বানান পরিবর্তনের এই সিদ্ধান্তটি কার্যকর হওয়ার পর থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজধানী 'Dhaka' নামেই পরিচিতি লাভ করে।