Solution
Correct Answer: Option B
- সুইজারল্যান্ডকেই আধুনিক গণভোট ব্যবস্থার সূতিকাগার বা জন্মদাতা বলা হয়।
- ১৮৪৮ সালে দেশটি আনুষ্ঠানিকভাবে তাদের সংবিধানে গণভোট বা রেফারেণ্ডাম (Referendum) ব্যবস্থাটি অন্তর্ভুক্ত করে।
- দেশটি তাদের প্রত্যক্ষ গণতন্ত্রের (Direct Democracy) চর্চার জন্য সারা বিশ্বে পরিচিত।
- সুইজারল্যান্ডের জনগণ বছরে গড়ে চারবার বিভিন্ন সরকারি নীতি ও আইনের ওপর ভোট দেওয়ার সুযোগ পান।
- এছাড়া ফ্রান্স ১৭৯৩ সালে প্রথমবারের মতো সংবিধান গ্রহণের জন্য আধুনিক গণভোটের আয়োজন করেছিল।