'পাঞ্জেরি' কবিতাটি ফররুখ আহমদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

A নৌফেল ও হাতেম 

B সিরাজাম মুনীরা 

C সাত সাগরের মাঝি 

D হাতেমতায়ী

Solution

Correct Answer: Option C

- ১৯টি কবিতার সমন্বয়ে রচিত ফররুখ আহমদের প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্য ‘সাত সাগরের মাঝি (১৯৪৪)।
- মুসলিম জাগরণের লক্ষ্যে কাব্যের কবিতাগুলি লিখিত ।
- ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কাব্যটির মূল সুর।
- বিখ্যাত উর্দু কবি আল্লামা ইকবালকে তিনি কাব্যটি উৎসর্গ করেন।
- এ কাব্যের অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা 'পাঞ্জেরি'।

- ফররুখ আহমদ রচিত কাব্যনাট্য: ‘নৌফেল ও হাতেম' (১৯৬১); কাহিনীকাব্য: ‘হাতেমতায়ী' (১৯৬৬); শিশুতোষ গ্রন্থ: ‘পাখির বাসা' (১৯৬৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions