Solution
Correct Answer: Option A
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা মহাকাব্যিক স্বগতসংলাপ 'আমি শেখ মুজিব' গ্রন্থের রচয়িত আনিসুর রহমান।
- মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে স্বগত সংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে এ গ্রন্থটিতে।
- মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগত সংলাপটি শেষ হয়েছে।
- অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের আর্টস বিভাগ ২০১৬ সালের ১৫ আগস্ট স্বগতসংলাপটি প্রথম প্রকাশ করে।
- পরে ২০১৭ সালে বাংলাদেশের অনন্যা প্রকাশনী বই আকারে তা প্রকাশ করে।
উল্লেখ্য, আনিসুর রহমান ১৯৭৮ সালে টাঙ্গাইলের মধুপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাঙ্গালি-সুইডিশ কবি ও নাট্যকার। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ এর উপরে যা নানা ভাষায় অনূদিত হয়েছে।