Doman Name System (DNS) এর কাজ কী?
A ওয়েবসাইট কনটেন্ট সঞ্চিত রাখা
B Doman Name-কে IP Address রূপান্তর করা
C তথ্যপ্রবাহবে নিরাপত্তা বিধান করা
D ইউজার অ্যাকাউন্টসমূহের ব্যবস্থাপনা
Solution
Correct Answer: Option B
- ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এ ঠিকানাকে IP Address বলে।
- Domain Name System এমন একটি System যা Domain Name-কে IP Address এবং IP Address-কে Domain Name System-এ রূপান্তরিত করে; যার মাধ্যমে ব্যবহারকারী খুব সহজে নির্দিষ্ট Domain Access করতে পারে।
- নির্দিষ্ট Domain ইন্টারনেটে সার্চ করার সাথে সাথে DNS সেটিকে নির্দিষ্ট IP Address-এ পয়েন্ট করে।
- Google এর Domain Name System-এ দুটি প্রাথমিক IP Address আছে।
- IPv4-এ Google DNS Server হলো ৪. ৪.৪.৪ এবং 8. 8. 4. 4.