মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মোট কয়টি ধারা রয়েছে?
A ২০টি
B ২৫টি
C ৩০টি
D ৪০টি
Solution
Correct Answer: Option C
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত সনদ হচ্ছে মানবাধিকার।
- জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নং ২১৭ এ (১১১) দ্বারা বিশ্বজনীন মানবাধিকারসমূহ গ্রহণ ও ঘোষণা করে।
- এ ঘোষণাপত্রের শিরোনাম হচ্ছে 'বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র' (Universal Declaration of Human Rights) |
- বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে ধারা ৩০টি।