কোন পানির রূপের তাপ পরিবহনের মান সবচেয়ে বেশী?
A ফুটন্ত পানি
B বাষ্প
C কঠিন বরফ
D গলিত বরফ
Solution
Correct Answer: Option C
- বরফ হলো পানির কঠিন রূপ।
- প্রমাণ চাপে ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে পানি বরফে রূপান্তরিত হয়।
- এর আনবিক সংকেত (H₂O)n।
- আমরা জানি কঠিন পদার্থে তাপ পরিবহনের মান সবচেয়ে বেশি।
- তাই কঠিন বরফে তাপ তাপ পরিবহনের মান সবচেয়ে বেশি।