১ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কত?
A ০° সেলসিয়াস
B ১০০° সেলসিয়াস
C ৯৮.৬° সেলসিয়াস
D ২৭৬° সেলসিয়াস
Solution
Correct Answer: Option B
- কোন তরল পদার্থ যে তাপমাত্রার বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে।
- বায়ুমন্ডলীয় চাপে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক ১০০° সেলসিয়াস বা ২১২° ফারেনহাইট হয়।