কোনটি ফাঁপা (Hollow) জিনিস ধরে রাখার জন্য ব্যবহৃত হয়?
A ম্যান্ড্রেল
B ডগ
C কলেট
D প্লেট
Solution
Correct Answer: Option A
- ম্যান্ডেল বার হলো নলাকার সরঞ্জাম যা সাধারণত ধাতু দিয়ে তৈরি।
- বিশেষত ধাতব কাজে এবং মেশিনিং অপারেশনে এগুলো ব্যবহৃত হয়।
- এগুলো ফাঁপা ওয়ার্কপিসের ভিতরে ঢোকানো হয় যাতে ইউটিউব বা পাইপ প্রস্তুতকালে বিকৃত না হয়।