হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় -
A বঙ্গভঙ্গের জন্য
B লক্ষ্ণৌ চুক্তির জন্য
C বঙ্গভঙ্গ রদের জন্য
D ১৯১৯ সালের মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের জন্য
Solution
Correct Answer: Option B
-১৯১৬ সালের ডিসেম্বরে লক্ষ্ণৌ শহরে একই সময়ে ও স্থানে কংগ্রেস ও মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এ সম্মেলনে উভয় দল ভারতের শাসনতান্ত্রিক সংস্কার প্রশ্নে সমঝোতার অংশ হিসেবে লক্ষ্ণৌ চুক্তি সম্পাদন করে।
-এ চুক্তিতে কংগ্রেস প্রথমবারের মতো মুসলমানদের জন্যে পৃথক নির্বাচনের ব্যবস্থা মেনে নেয়।