একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন অনুপাত থাকে-
Solution
Correct Answer: Option C
- একটি ডিজেল ইঞ্জিনের সাধারণ কম্প্রেশন অনুপাত ১৬:১ থেকে ২০:১ এর মধ্যে থাকে।
- কিছু উন্নত ডিজেল ইঞ্জিনে এই অনুপাত আরও বেশি হতে পারে।
- ডিজেল ইঞ্জিনে উচ্চ কম্প্রেশন অনুপাত ব্যবহারের কারণ হলো এটি দক্ষতা বৃদ্ধি করে এবং জ্বালানি খরচ কমায়।
- উচ্চ কম্প্রেশন অনুপাতের মাধ্যমে ডিজেল ইঞ্জিনে বায়ুর তাপমাত্রা বেশি বৃদ্ধি পায়, যা জ্বালানির স্বতঃস্ফুর্ত জ্বলন ঘটায়।
- কম্প্রেশন অনুপাত যত বেশি, ইঞ্জিনের দক্ষতা তত বেশি হয়।