‘অঞ্চল' শব্দটি কোন শ্রেণির?

A তদ্ভব

B তৎসম

C ফারসি

D ইংরেজি

Solution

Correct Answer: Option B

সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়ােজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। যে-সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে-সব শব্দকে ‘তৎসম শব্দ’ বলা হয়।
- প্রাচীন-ব্যাকরণ রচয়িতারা ‘তৎ' অর্থাৎ ‘তা’ বলতে বােঝাতেন ‘সংস্কৃত’ (এখন বলি প্রাচীন ভারতীয় আর্য) ভাষাকে। আর ‘সম’ শব্দের অর্থ ‘সমান। তৎসম শব্দের অর্থ সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃত।
তৎসম শব্দের উদাহরণ : 
চর্মকার, অঞ্চল, চন্দ্র, সূর্য, আকাশ, স্থল, হস্ত, কর্ণ, নর, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, নারী, বৃক্ষ, লতা, পদ, মস্তক, চক্ষু ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions