কবি যশোরাজ খান 'বৈষ্ণবপদ' রচনা করেন কোন ভাষায়?

A ব্রজবুলি

B বাংলা

C সংস্কৃত

D হিন্দি

Solution

Correct Answer: Option A

- যশোরাজ খানের প্রকৃত নাম দামোদর সেন।
- তিনি গৌড়ের শাসক সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন।
- তিনি ‘শ্রীকৃষ্ণমঙ্গল’ কাব্য রচনা করে ‘যশোরাজ খান’ উপাধি লাভ করেন।
- এ গ্রন্থে তিনি সুলতানকে ‘শাহু হুসেন জগত-ভূষণ' বলে সম্বোধন করেন।
- তাঁর একটি মাত্র পদ পাওয়া গেছে।

যথা:
এক পয়োধর    চন্দনে লোপিত
       আরে সহজেই গোর।
হিম ধরাধর   কোলে মিলল
      ভূধরাধর যোর ॥
   মাধব, তুয়া দরশন কাজে।
আধ পদ চালান   করিঞা সুন্দরী
       বাহির দেহলী মাঝে ॥
নীল ধবল কমল    দুঅ চান্দ
  পূজল কত কোটি কাম ৷

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions