The reference of 'Perfume of Arabia' can be found in:
Solution
Correct Answer: Option C
- Perfume of Arabia কথাটি William Shakespeare এর বিখ্যাত ট্রাজেডি Macbeth এর Act V, Scene-1 এ উল্লেখ পাওয়া যায়।
- উক্তিটি করেছেন Lady Macbeth.
- তিনি যখন বুঝতে পারেন বিশ্বের কোনো কিছুই তার বিবেক থেকে রাজা Duncan এর মৃত্যুর দাগ মুছে ফেলতে পারবে না তখন প্রদত্ত উক্তিটি করেন।
- উক্তিটির মাধ্যমে তার অপরাধের অনিবার্যতার স্বীকৃতিকে চিহ্নিত করে।