What reason did the military show for the recent coup in Myanmar?
Solution
Correct Answer: Option C
৮ নভেম্বর ,২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচি'র দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে ১ ফেব্রুয়ারি ,২০২১ সালে মিয়ানমার সামরিক বাহিনী অং সাল সুচি'র সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে ।