Which of the following Bengali scientists is famous for inventing Mercurous Nitrite?
A Satyendra Nath Bose
B Jagadish Chandra Bose
C Muhammad Qudrat-i-Khuda
D Prafulla Chandra Roy
Solution
Correct Answer: Option D
প্রফুল্ল চন্দ্র রায় ১৮৯৫ সালে মারকিউরাস নাইট্রাইট আবিস্কার করেন ।
-জগদীশ চন্দ্র বসু গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রেসকোগ্রাফ আবিস্কার করেন
-ড. কুদরত এ খোদা পাঠকাঠি থেকে মণ্ড তৈরি করে সেই মণ্ড থেকে অতি উন্নত মানের দৃঢ় তক্তা তৈরি করার পদ্ধতি আবিস্কার করেন।
-সত্যেন্দ্রনাথ বসু আইন্সটাইন এর সাথে মিলে 'বোস -আইন্সটাইন স্ট্যাটিস্টিক তত্ত্ব 'প্রদান করেন ।