একটি বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা। বইটি ১৫% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয়মূল্য ২০০ টাকা হলে, এতে শতকরা কত লাভ হয়?
Solution
Correct Answer: Option A
বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা
বইটি ১৫% কমিশনে বিক্রয়মূল্য = ৪০০ - ৪০০ এর ১৫%
= ৪০০ - ৪০০ এর ১৫/১০০
= ৪০০ - ৬০
= ৩৪০
বইটির ক্রয়মূল্য ২০০ টাকা
লাভ = ৩৪০ - ২০০
= ১৪০ টাকা
২০০ টাকায় লাভ = ১৪০ টাকা
১ টাকায় লাভ = ১৪০/২০০ টাকা
১০০ টাকায় লাভ = ১৪০ × ১০০/২০০ টাকা
= ৭০ টাকা