বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ?
Solution
Correct Answer: Option A
- ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ডেটন শান্তি চুক্তি।
- এই চুক্তির পূর্ণ নাম হলো General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত একটি বিমানঘাটিতে এই চুক্তির প্রাথমিক খসড়া তৈরি করা হওয়ায় একে ডেটন শান্তি চুক্তি নামে অভিহিত করা হয়।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের নেতৃত্বে এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফারের সহযোগিতায় এই চুক্তির জন্য মধ্যস্থতা করা হয়। চুক্তির প্রধান শান্তি আলোচক ছিলেন রিচার্ড হলব্রোক।
চুক্তির গুরুত্বপূর্ণ তথ্য:
- চুক্তির খসড়া প্রস্তুত: ২১ নভেম্বর, ১৯৯৫
- চুক্তি স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স
-চুক্তির পক্ষ: বসনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া
চুক্তি স্বাক্ষরকারী:
- বসনিয়ার পক্ষে: প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ
- ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান
- সার্বিয়ার পক্ষে: স্লোভাদান মিলোসোভিচ