মহীসোপান কনভেনশনটি কত সালে হয়?

A ১৯৫৯ 

B ১৯৫৮ 

C ১৯৮২ 

D ১৯৭৭ 

Solution

Correct Answer: Option B

- মহীসোপান কনভেনশনটি ১৯৫৮ সালে অনুষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এর আনুষ্ঠানিক নাম হলো "কনভেনশন অন দ্য কন্টিনেন্টাল শেলফ"।
- এই কনভেনশনের মাধ্যমে সমুদ্র তীরবর্তী দেশগুলোর মহীসোপান (Continental Shelf) সম্পর্কিত অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়।
- এই কনভেনশনটি পরবর্তীতে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (UNCLOS) দ্বারা আরও বিস্তৃত ও আধুনিক করা হয়।

কনভেনশনের মূল বিষয়বস্তু:
- সমুদ্র তীরবর্তী দেশগুলো তাদের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) এবং মহীসোপানের অধিকার পাবে।
- মহীসোপানের তলদেশে থাকা খনিজ ও প্রাকৃতিক সম্পদের মালিকানা সংশ্লিষ্ট দেশগুলোর থাকবে।
- মহীসোপান এলাকায় অন্যান্য দেশ মাছ ধরতে পারলেও তলদেশের সম্পদ উত্তোলনের অধিকার শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের থাকবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions