Solution
Correct Answer: Option B
- মহীসোপান কনভেনশনটি ১৯৫৮ সালে অনুষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এর আনুষ্ঠানিক নাম হলো "কনভেনশন অন দ্য কন্টিনেন্টাল শেলফ"।
- এই কনভেনশনের মাধ্যমে সমুদ্র তীরবর্তী দেশগুলোর মহীসোপান (Continental Shelf) সম্পর্কিত অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়।
- এই কনভেনশনটি পরবর্তীতে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (UNCLOS) দ্বারা আরও বিস্তৃত ও আধুনিক করা হয়।
কনভেনশনের মূল বিষয়বস্তু:
- সমুদ্র তীরবর্তী দেশগুলো তাদের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) এবং মহীসোপানের অধিকার পাবে।
- মহীসোপানের তলদেশে থাকা খনিজ ও প্রাকৃতিক সম্পদের মালিকানা সংশ্লিষ্ট দেশগুলোর থাকবে।
- মহীসোপান এলাকায় অন্যান্য দেশ মাছ ধরতে পারলেও তলদেশের সম্পদ উত্তোলনের অধিকার শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের থাকবে।