বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে ?
Solution
Correct Answer: Option B
- পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশরীয় শাসকদের কবর বা সমাধি দেয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো।
- সর্বাধিক পিরামিডের মালিক দেশটি হল সুদান। মিশরের চেয়েও বেশি পিরামিড রয়েছে এখানে। মিশরে যেখানে ১৩৮টি পিরামিড রয়েছে, সেখানে সুদানে পিরামিডের সংখ্যা ২৫৫টি।
- আয়তনে বিশ্বের বৃহত্তম পিরাপিড হচ্ছে - Great Pyramid of Cholula ।
- এটি মেক্সিকোতে অবস্থিত।
- পৃথিবীর উচ্চতম পিরামিড হচ্ছে Great Pyramid of Giza।
- এইটি মিশরে অবস্থিত।