অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন-

A কার্ল মার্কস

B ভি. আই. লেনিন

C ফ্রেডরিক এঙ্গেলস

D মাও সেতুং

Solution

Correct Answer: Option B

- রাশিয়ার জার শাসকদের দীর্ঘদিনের সৈরতান্ত্রিক শাসন ও নিপীড়নমূলক রাষ্ট্র কাঠামোকে ভেঙ্গে ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- আর এ বিপ্লবের নেতৃত্ব দেন ভি.আই.লেলিন।
- ৭ নভেম্বর, ১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে বলশোভিকরা রাশিয়ার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নিয়ন্ত্রণ নেয়।
- জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল ২৫ অক্টোবর।
- এজন্য একে 'অক্টোবর বিপ্লব' হিসেবে অভিহিত করা হয়।
- লেনিনের কমিউনিস্ট পার্টির সমর্থকেরা বলশেভিক নামে পরিচিত। এ কারণে এ বিপ্লবকে 'বলশেভিক বিপ্লব' ও বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions