Solution
Correct Answer: Option D
- কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় মন্দির।
- মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিনীকে উৎসর্গ করে এটি নির্মাণ করেন।
- এটির নির্মাণ কাজ শুরু হয় ১৭০৪ সালে এবং সমাপ্ত হয় ১৭৫২ সালে।
- এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নির্দশন রয়েছে।