বিদ্রোহী তাইগ্রেয়ান বাহিনী কোন দেশের?
A সোমালিয়া
B ইথিওপিয়া
C সুদান
D ঘানা
Solution
Correct Answer: Option B
- তাইগ্রোয়ান ইথিওপিয়ার বিদ্রোহী বাহিনী এবং তাদের বিদ্রোহী সংগঠনটির নাম তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)।
- টিপিএলএফ ও ইথিওপিয়ার সরকারের মধ্যে সংঘর্ষ চলছে।
- এ সংঘর্ষে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে।