Solution
Correct Answer: Option C
- এস এম সুলতান বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী।
- আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যে টিকে থাকার অব্যক্ত গল্প তার শিল্পকর্মকে প্রভাবিত করে।
তার উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো-
- জমি কর্ষণ- ১ ও ২,
- হত্যাযজ্ঞ,
- মাছ কাটা,
- আদি আবাদ,
- প্রথম বৃক্ষরোপণ,
- চরদখল,
- যাত্রা,
- ধানমাড়াই,
- পৃথিবীর মানচিত্র ইত্যাদি।