বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option C
- বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থের পরমাণুর ভ্যালেন্স শেলে ৪টি ইলেকট্রন থাকে, যা কোভালেন্ট বন্ধন তৈরি করে।
- সিলিকন (Si) ও জার্মেনিয়াম (Ge) হল সাধারণ অর্ধ-পরিবাহী উপাদান, এবং তাদের ভ্যালেন্স শেলে ৪টি ইলেকট্রন থাকে।