একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৩০ সে.মি. এবং উচ্চতা ৪০ সে.মি. হলে অতিভুজ কত সে.মি?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
ভূমি = ৩০ সে.মি.
উচ্চতা বা লম্ব = ৪০ সে.মি.
আমরা জানি, অতিভুজ২ = লম্ব২ + ভুমি২
= ৪০২ + ৩০২
= ২৫০০
∴ অতিভুজ = √২৫০০ = ৫০ সে.মি.