Solution
Correct Answer: Option C
একটি অপারেটিং সিস্টেম (OS) সাধারণত ৪টি প্রধান অংশ নিয়ে গঠিত হয়।
এই অংশগুলো হলো:
১) Kernel – হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে।
২) File System – ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা করে।
৩) User Interface (UI) – ব্যবহারকারী ও সিস্টেমের মধ্যে যোগাযোগ তৈরি করে।
৪) Device Management – ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করে।