Solution
Correct Answer: Option A
Octal Number র মধ্যে শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত ডিজিট ব্যবহৃত হয়।
- এর মানে হলো, যদি কোনো সংখ্যায় 8 অথবা তার বেশি ডিজিট থাকে, তা Octal সংখ্যা হবে না।
77 (অ্যাকটাল)
15 (অ্যাকটাল)
101 (অ্যাকটাল)
তবে 19 (ডেসিমাল) একটি অকটাল সংখ্যা নয় কারণ এতে 9 রয়েছে, যা অকটাল সিস্টেমের মধ্যে বৈধ নয়।