Solution
Correct Answer: Option C
প্রত্যেকটি সিমেন্টের ব্যাগের সাধারণ ওজন ৫০ কেজি।
১ মেট্রিক টন = ১০০০ কেজি
তাহলে, ৫ মেট্রিক টন = ৫ × ১০০০ কেজি = ৫০০০ কেজি
সিমেন্টের ব্যাগের সংখ্যা হবে:
ব্যাগের সংখ্যা = মোট সিমেন্টের পরিমাণ / ব্যাগের ওজন
= ৫০০০ কেজি / ৫০ কেজি
= ১০০ ব্যাগ