ই-মেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
Solution
Correct Answer: Option A
- ই-মেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল হলো POP3 (Post Office Protocol 3)।
- এটি ই-মেইল সার্ভার থেকে মেইল গ্রহণ করতে ব্যবহৃত হয় এবং মেইলগুলো ডাউনলোড করে মেইল ক্লায়েন্টে সংরক্ষণ করে।
- SMTP (Simple Mail Transfer Protocol) ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, এবং HTML একটি মার্কআপ ভাষা, যা ই-মেইল কনটেন্ট তৈরি বা ফরম্যাট করার জন্য ব্যবহৃত হয়।